Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Education

এনটিআরসিএ সুপারিশপ্রাপ্ত শিক্ষক নিয়োগ ও এমপিও আবেদন বিষয়ে জরুরি নির্দেশনা

৪র্থ গণবিজ্ঞপ্তিতে এনটিআরসিএ সুপারিশপ্রাপ্ত শিক্ষক নিয়োগ ও এমপিও আবেদন বিষয়ে জরুরি নির্দেশনা প্রদান করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ০৯ অক্টোবর ২০২৩ সহকারি পরিচালক (মাধ্যমিক-২) জনাব এসএম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্যটি জানানো হয়।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন পদে এনটিআরসিএ কর্তৃক সুপারিশকৃত শিক্ষকদের নিয়োগ ও এমপিও সংশ্লিষ্ট আবেদন সংক্রান্ত নির্দেশনায় নতুন সুপারিশ এর মাধ্যমে শিক্ষক নিয়োগ ও অনুমোদন বিষয়ে গাফেলতি না করতে বলা হয়।

এনটিআরসিএ সুপারিশপ্রাপ্ত শিক্ষক নিয়োগ

মাউশি প্রকাশিত এই পত্রে জানানো হয় এনটিআরসিএ ৪র্থ গণবিজ্ঞপ্তির মাধ্যমে সুপারিশকৃত শিক্ষকদের নিয়োগ দেওয়ার জন্য ‍সুপারিশপত্র ইতমধ্যে প্রদান করা হয়েছে। কিন্তু কিছু প্রতিষ্ঠান নানা টালবাহানা করে শিক্ষকদের নিয়োগপত্র অনুমোদন করেনি।

অনেক প্রতিষ্ঠান সুপারিশ অনুমোদন এবং নিয়োগপত্র প্রদানের ক্ষেত্রে শিক্ষকদের নানা প্রকার হয়রানি করছেন মর্মে তাদের দৃষ্টি গোছর হয়েছে।

নিয়ম অনুযায়ী সুপারিশপত্র পাওয়ার সাথে সাথেই নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষকদের নিয়োগপত্র প্রেরণ করতে হবে এবং যোগদানপত্র পাওয়ার পর তা অনুমোদন করে পরবর্তী কার্যক্রম এগিয়ে নিবে। কিন্তু কতিপয় প্রতিষ্ঠান এই কাজে গাফলতি দেখায়।

শিক্ষক নিয়োগের ক্ষেত্রে গতি ত্বরান্বিত করতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এই পত্রটি প্রেরণ করে। মাউশি থেকে জানানো হয় এই ব্যতিক্রম করলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

এমপিও আবেদন অগ্রায়ণ

সুপারিশপ্রাপ্ত নতুন নিয়োগের শিক্ষকরা সরকারি অংশের বেতনভাতাদি প্রাপ্তির জন্য নতুন এমপিও আবেদন পদ্ধতি ও প্রয়োজনীয় কাগজপত্র নির্ধারিত সময়ে ইএমআইএস পোর্টালে প্রতিষ্ঠান প্রধানদের ইউজার পাসওয়ার্ড ব্যবহার করে প্রেরণ করতে হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তথ্যাদি প্রাথমিক যাচাই বাছাই করে জেলা শিক্ষা কর্মকর্তার নিকট অগ্রায়ণ করবেন এবং তিনি যাচাই করে সেটি উপ আঞ্চলিক কর্মকর্তাদের নিকট প্রেরণ করবেন।

মাউশি আঞ্চলিক কর্মকর্তা সার্বিক যাচাই করে অনুমোদন করলে সেটি প্রোগ্রামার এর নিকট যাবে এরপর চুড়ান্ত অনুমোদন হবে। কিন্তু এই কাজেও নতুন শিক্ষকদের হয়রানি করতে দেখা যায়।

নিচের ছবিতে এন.টি.আর.সি.এ সুপারিশপ্রাপ্ত শিক্ষক নিয়োগ ও এমপিও আবেদন বিষয়ে জরুরি নির্দেশনাটি দেখুন

এনটিআরসিএ সুপারিশপ্রাপ্ত শিক্ষক নিয়োগ ও এমপিও আবেদন বিষয়ে জরুরি নির্দেশনা

নিয়োগ এবং এমপিও আবেদন এর বিষয়ে মাউশির হুশিয়ারি

সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ প্রদানে গড়িমসি এবং এমপিও আবেদন অগ্রায়ণের ক্ষেত্রে হয়রানি বন্ধ করতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর স্মারক নং-ওএম/৭৪/ম/১৪-৩১২৩ এর মাধ্যমে নিম্নোক্ত বিষয়টি জানায়-

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শূন্যপদে নিয়োগের লক্ষ্যে এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের পক্ষ হতে অভিযোগ পাওয়া যাচ্ছে যে, কোন কোন শিক্ষা প্রতিষ্ঠান তাঁদের নিয়োগ পত্র গ্রহণ ও অনুমোদনের ক্ষেত্রে নানা রকম হয়রানি, বাঁধা প্রদান ও ক্ষেত্র বিশেষ নানান অজুহাতে কালক্ষেপণ করা হচ্ছে, যা জনবলকাঠামো ও এমপিও নীতিমালা- ২০২১ এর ১৮.১(ঘ) ধারার সুষ্পষ্ট লঙ্ঘন।

যে সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে এরূপ সুষ্পষ্ট অভিযোগ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে প্রযোজ্য বিধি বিধানের আলোকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই সাথে উপজেলা পর্যায় হতে অনলাইনে এমপিও সংশ্লিষ্ট আবেদন অগ্রায়ণের ক্ষেত্রেও কোন ধরণের হয়রানির অভিযোগ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে প্রযোজ্য বিধি বিধানের আলোকে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অবহিত করা হলো।

এখানে ক্লিক করে এনটিআরসিএ সুপারিশপ্রাপ্ত শিক্ষক নিয়োগ ও এমপিও আবেদন বিষয়ে জরুরি নির্দেশনা পিডিএফ ডাউনলোড করতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button