ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন বিষয়ে জরুরি নির্দেশনা
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ১৮ অক্টোবর ২০২৩ নতুন ক্যারিকুলাম অনুযায়ী ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন বিষয়ে জরুরি নির্দেশনা প্রদান করেছে। এখানে এই বছর শিক্ষার্থীদের কিভাবে মূল্যায়ন করবেন সে ব্যাপারে বিস্তারিত জানানো হয়েছে।
ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানে নির্দেশনা প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তিতে কখন কিভাবে মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করতে হবে সেটি জানানো হয়েছে।
বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশনা
নতুন শিক্ষা ক্যারিকুলামে প্রতিটি শ্রেণির দুটো মূল্যায়ন রাখা হয়েছে। একটি ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন এবং অন্যটি বাৎসরিক মূল্যায়ন। বছরের প্রথম ছয় মাসে একটি এবং পরবর্তী ছয় মাসে চুড়ান্ত মূল্যায়ন করা হবে।
এনসিটিবি কর্তৃক ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন পরিচালনার জন্য কিছু নির্দেশনা প্রদান করা হয়েছে। নির্দেশনাগুলো নিম্নরূপ-
১. ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরিচালনার জন্য বিস্তারিত নির্দেশনা ২৯/১০/২০২৩ তারিখ রবিবার সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রেরণ করা হবে;
২. নির্দেশনা মোতাবেক সকল বিষয়ে বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন পরিচালনা করতে হবে;
৩. বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশনাতে ট্রান্সক্রিপ্ট ও রিপোর্ট কার্ড এর ফরমেট এবং পরবর্তী শ্রেণিতে উত্তরণের নীতিমালা সংযুক্ত থাকবে;
আরও দেখুন: সরকারি মাধ্যমিক বিদ্যালয় অনলাইন ভর্তি আবেদন ফরম পূরণের নিয়মাবলী
৪. পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের উপস্থিতির হার এবং নির্ধারিত সংখ্যক বিষয়ে পারদর্শিতার সমন্বিত ফলাফল বিবেচনা করা হবে;
৫. রিপোর্ট কার্ডে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য শিক্ষার্থীদের পারদর্শিতার বিস্তারিত বিবরণ উল্লেখ থাকবে;
৬. বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশনা শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছানোর পরে ০২/১১/২০২৩ তারিখের (বৃহস্পতিবার) মধ্যে অভিভাবক সমাবেশ করে বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন সম্পর্কে অবহিত করে সমাবেশের তথ্য ও ছবি থানা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে প্রেরণ করতে হবে।
নিচের ছবিতে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির বার্ষিক মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষা কিভাবে কখন অনুষ্ঠিত হবে সেটি দেখুন-

শিক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য সবার আগে পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন। নিয়মিত সব আপডেট পাবেন আমাদের শিক্ষা সেকশনে।
3 Comments