Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Update

বেসরকারি শিক্ষক কল্যাণ ট্রাস্ট অনলাইন আবেদনের নিয়মাবলী ও প্রয়োজনীয় কাগজপত্র

বেসরকারি শিক্ষক কল্যাণ ট্রাস্ট অনলাইন আবেদনের নিয়মাবলী ও প্রয়োজনীয় কাগজপত্র: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অবসরপ্রাপ্ত, পদত্যাগকৃত, অব্যাহতিপ্রাপ্ত অথবা মৃত শিক্ষক কর্মচারীদের কল্যাণ ট্রাস্ট ভাতার জন্য অনলাইন আবেদনের নিয়মাবলী ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আজকের আলোচনা। এমপিওভক্ত স্কুল,  কলেজ অথবা মাদ্রাসায় চাকুরী করেছেন এমন শিক্ষক অথবা কর্মচারীরা অবসরের পর প্রতি মাসে তাদের বেতন থেকে কেটে নেওয়া কল্যাণ ট্রাস্ট এর ভাতা প্রাপ্তির জন্য অনলাইনে আবেদন করতে হয়। 

বেশিরভাগ ক্ষেত্রেই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের ভাতা প্রাপ্তির অনলাইন আবেদন সাবমিট এর ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র এবং আবেদন জমার বিষয়ে শিক্ষক কর্মচারীরা বিভ্রান্তিতে থাকেন। 

অনেক সময় অসাধুচক্রের হাতে পড়ে নিজের কষ্টার্জিত বহুবছরের সঞ্চিত অর্থ বেহাত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।  সেই সাথে কাগজপত্রে ভুল থাকার কারণে কল্যাণ ট্রাস্ট এর অর্থ প্রাপ্তিতে বিলম্ব হতে পারে।

বেসরকারি শিক্ষক কল্যাণ ট্রাস্ট

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করা শিক্ষক কর্মচারীদের চাকরির শেষে আর্থিক নিশ্চয়তা প্রদানের জন্য সরকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট গঠন করে দিয়েছেন।  প্রতি মাসে শিক্ষকদের এমপিও থেকে একটা নির্ধারিত পরিমাণ টাকা কেটে কল্যাণ ট্রাস্টে জমা করে দেয়া হয়। 

শিক্ষকদের বেতন থেকে কেটে নেওয়া সেই টাকা কল্যাণ ট্রাস্টে জমা থাকে এবং চাকরির শেষে শিক্ষক কর্মচারীরা অনলাইনে নির্ধারিত কাগজপত্র সমাধান সাপেক্ষে আবেদন জমা করে এককালীন টাকা পান।

শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট ভাতা প্রাপ্তির আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র

এমপিও ভুক্ত স্কুল,  কলেজ অথবা মাদ্রাসায় চাকরি করেছেন এমন  শিক্ষক কর্মচারীদের কল্যাণ ট্রাস্টের ভাতা প্রাপ্তির আবেদনের সাথে যে সকল কাগজপত্র সাবমিট করতে হবে সেগুলো সংশ্লিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে ফরমের সাথে উল্লেখ করা আছে। 

তারপরও এমন কিছু কাগজপত্র প্রয়োজন হয় যেগুলো সেখানে উল্লেখ করা নেই অথবা বিস্তারিত বিবরণ না থাকায় কাগজপত্র সংগ্রহ করা নিয়ে  বিরম্বনার শিকার হতে হয়। 

বেসরকারি শিক্ষক কল্যাণ ট্রাস্ট অনলাইন এর ভাতা সহজে  পাওয়ার জন্য অনলাইন আবেদনের সাথে যে সকল কাগজপত্র জমা দিতে হবে তা সবিস্তারে বাংলা ডক্স ডটকমের ওয়েবসাইটে দেয়া হলো।

নিচের তালিকায় দেখে নিন। আপনি চাইলে নির্ধারিত ডকুমেন্টের নামের পাশে বিস্তারিত তে ক্লিক করে নমুনা কপি দেখে নিতে পারেন এগুলো তৈরি করার ফর্মুলাও জেনে নিতে পারেন।

ক্রমবেসরকারি শিক্ষক কল্যাণ ট্রাস্ট অনলাইন আবেদনের ডকুমেন্ট এর শিরোনামনমুনা ফাইল
০১প্রথম এম.পি.ও
০২শেষ এম.পি.ও
০৩প্রথম একুইটেন্স রোল
০৪শেষ একুইটেন্স রোল
০৫প্রত্যয়ন পত্র
০৬প্রধান শিক্ষকের ছবি
০৭জাতীয় পরিচয়পত্র
০৮ব্যাংক বিবরণী (গত ছয় মাস)
০৯ব্যাংক প্রত্যয়নপত্র
১০সচিবকে সভাপতির পত্র
১১ডাউনলোড করা ফর্ম
১২কমিটি কর্তৃক গৃহীত সিদ্ধান্তপত্র
১৩মৃত্যু সনদ (চেয়ারম্যান / কমিশনার)
১৪উত্তরাধিকারী সার্টিফিকেট (চেয়ারম্যান / কমিশনার)
১৫ক্ষমতা হস্তান্তর এবং মনোনীত ব্যক্তি নির্ধারণ (৩০০ টাকা স্ট্যাম্প)
১৬মনোনীত ব্যক্তির ব্যাংক সার্টিফিকেট
১৭মনোনীত ব্যক্তির অ্যাকাউন্ট বিবৃতি
১৮মনোনীত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র
১৯অন্যান্য
বেসরকারি শিক্ষক কল্যাণ ট্রাস্ট অনলাইন আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র

বেসরকারি শিক্ষক কল্যাণ ট্রাস্ট ভাতার অনলাইন আবেদন পূরণ

উপরে উল্লেখিত ডকুমেন্ট সমূহ যথাযথভাবে সংগ্রহ করার পর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্টের তৈরিকৃত অনলাইন আবেদন সফটওয়্যার ব্যবহার করে ভাতার জন্য আবেদন সাবমিট করতে হবে। 

আমাদের দেখানো এই পদ্ধতি গুলো অনুসরণ করে আপনি নিজেই ঘরে বসে কারও সহযোগিতা ছাড়া কল্যাণ ট্রাস্টের আবেদন সাবমিট করতে পারবেন। এক্ষেত্রে কোন সমস্যা সম্মুখীন হলে সরাসরি তাদের হেল্প লাইন নম্বরে যোগাযোগ করবেন। এখানে আপনাদের জন্য আবেদনের বিস্তারিত উল্লেখ করা হলো- 

বেসরকারি শিক্ষক কল্যাণ ট্রাস্ট অনলাইনে কল্যাণ ভাতা প্রপ্তির জন্য আবেদনের নিয়ম ও অনলাইন সাইট ব্যবহার বিধি

এই ব্যবহার বিধিতে একজন বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী (পরবর্তীতে “আপনি” হিসাবে সম্বোধনকৃত) কিভাবে কল্যাণ ট্রাস্ট-এর অর্থ প্রপ্তির জন্য বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট-এর ওয়েবসাইট (http://www.ngte-welfaretrust.gov.bd) –এ প্রবেশ করে অনলাইনে আবেদন করতে পারবেন, তার বিস্তারিত বর্ণনা করা হয়েছে৷

বেসরকারি শিক্ষক কল্যাণ ট্রাস্ট অনলাইন আবেদনের নিয়মাবলী এই ব্যবহার বিধিতে সাইটটি কিভাবে ব্যবহার করতে হবে তার ধাপে-ধাপে স্ক্রিনশট এবং বিবরন সহ নির্দেশনা দেয়া হয়েছে, যা আপনাকে (বা আবেদনকারীকে) সঠিকভাবে সাইটটি ব্যবহার করতে সাহায্য করবো আপনার সুবিধার্থে এই ব্যবহার বিধির পাশাপাশি অনসাইটে ছোট-খাটো টিপস দেয়া হয়েছে, যার কিছু সয়ঙ্ক্রিয়ভাবে আসবে অথবা আপনি নির্দিষ্ট বাটনের উপর মাউস কার্সার রাখলে আবির্ভূত হবে৷ যেমন দেখানো হচ্ছে নীচের চিত্রে-

বেসরকারি শিক্ষক কল্যাণ ট্রাস্ট অনলাইন আবেদনের নিয়মাবলী ও প্রয়োজনীয় কাগজপত্র
বেসরকারি শিক্ষক কল্যাণ ট্রাস্ট অনলাইন আবেদন পোর্টাল হোম

অনলাইন আবেদনে প্রবেশ

ঘাপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন তাহলে এখানে ক্লিক করে আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন করে অনলাইনে আবেদন করুন। আপনার কম্পিউটার অথবা মোবাইল ব্রাউজার থেকে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট-এর ওয়েবসাইট ngte-welfaretrust.gov.bd ভিজিট করুন৷ অতঃপর নীচের দিকে স্ক্রল করে অনলাইন আবেদন বক্সের ভিতরে “অনলাইন
আবেদন” লিংকে ক্লিক করুন৷

বেসরকারি শিক্ষক কল্যাণ ট্রাস্ট অনলাইন আবেদনের নিয়মাবলী ও প্রয়োজনীয় কাগজপত্র
অফিসিয়াল সাইট থেকে বেসরকারি শিক্ষক কল্যাণ ট্রাস্ট অনলাইন আবেদন খোঁজা

“অনলাইন আবেদন”-এ ক্লিক করলে নিচের পেইজটি খুলবে৷ আবেদন প্রক্রিয়া শুরু করার জন্য প্রথমে আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে৷ রেজিস্ট্রেশনের জন্য ডানদিকের “অনলাইনে আবেদন করুন” বাটনে ক্লিক করুন৷ নিচের ফরমটি আসবে-

বেসরকারি শিক্ষক কল্যাণ ট্রাস্ট অনলাইন আবেদনের জন্য একাউন্ট চালু করণ

রেজিস্ট্রেশন – আবেদন ফরম পূরণ

নিজ পরিচিতি’র ঘরগুলোতে সঠিক তথ্য টাইপ করুন (ইংরেজীতে)। মোবাইল নম্বর-এর ঘরে শিক্ষক/কর্মচারীর নাম্বারটি দিন, যেখানে একটি ক্ষুদেবার্তা (SMS) পাবেন, যার ভেতরে আপনার ইনডেক্স নম্বর এবং পাসওয়ার্ড পাবেন, যা দিয়ে পরবর্তীতে লগইন করতে হবে৷

চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে। * চিহ্ন ব্যতীত অন্যান্য ঘরগুলো পূরণ বাধ্যতামূলক নয় ৷

বেসরকারি শিক্ষক কল্যাণ ট্রাস্ট অনলাইন একাউন্টের জন্য তথ্য এন্ট্রি

এরপর সর্বশেষ প্রতিষ্ঠান নির্বাচন করুন-এর অধীনে ঘরগুলোতে মাউস ক্লিক করুন এবং আবির্ভুত ড্রপ-ডাউন লিস্ট থেকে সঠিক উত্তর বাছাই করে তার উপর ক্লিক করুন৷ এটি প্রথম থেকে পর্যায়ক্রমে করুন৷

প্রথমে বিভাগ নির্বাচন করুন৷ এরপর পর্যায়ক্রমে জেলা ও থানা নির্বাচন করুন৷ প্রথমটি নির্বাচন না করা পর্যন্ত পরেরটিতে কোন রেজাল্ট আসবেনা।

একইভাবে পর্যায়ক্রমে আপনার সর্বশেষ প্রতিষ্ঠানের শ্রেণি, প্রতিষ্ঠানের ধরন, সর্বশেষ প্রতিষ্ঠান এবং পদবী নির্বাচন করুন৷ অতঃপর সর্বশেষ প্রতিষ্ঠানে যোগদানের তারিখ এবং অব্যাহতি তারিখ নির্বাচন করুন (আবির্ভূত ক্যালেন্ডার থেকে)।

সকল তথ্য পূরণ করা হয়ে গেলে উক্ত ফরমের নীচের “জমা দিন” বাটনে ক্লিক করুন৷ রেজিস্ট্রেশন সঠিকভাবে সম্পন্ন হলে নীম্নে প্রদর্শিত (লাল বর্ডারের ভিতরে) Index No. সহ Registration Done মেসেজটি দেখতে পাবেন৷ সেইসাথে আপনার মোবাইল নাম্বারে একটি ক্ষুদেবার্তা* (SMS) পাবেন, যেখানে আপনার ইনডেক্স নাম্বারসহ একটি পাসওয়ার্ড থাকবে৷ SMS-এ পাওয়া ইনডেক্স নাম্বার এবং পাসওয়ার্ডটি পরবর্তীতে লগইন করার জন্য সংরক্ষন করুন৷

SMS-এর নমুনাঃ আপনার রেজিঃ সম্পন্ন হয়েছে৷ ইনডেক্স নং : 123654, পাসওয়ার্ড: 85598157

লগইন – অ্যাপ্লিকেশন আপডেট এবং ট্র্যাকিং

রেজিস্ট্রেশন সম্পন্ন হবার পর আপনার আবেদনপত্র হালনাগাদ (অ্যাপ্লিকেশন আপডেট) ও আবেদনের পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে লগইন করতে হবে৷ এজন্য পূর্বে প্রদর্শিত পদ্ধতিতে অনলাইন আবেদনে প্রবেশ করে হোমপেইজ থেকে বামদিকের নির্দিষ্ট ঘরে আপনার ইনডেক্স নম্বর এবং পাসওয়ার্ড টাইপ করুন৷ পরের ঘরে প্রদত্ত গনিতের ফলাফল (নিচের উদাহরনের ক্ষেত্রে যোগফল) লিখুন৷ এরপর “লগইন করুন” বাটনে ক্লিক করুন;

বেসরকারি শিক্ষক কল্যাণ ট্রাস্ট অ্যাপস লগইন

পাসওয়ার্ড ভুলে গেলে করনীয়ঃ যদি আপনি পাসওয়ার্ড মনে করতে না পারেন বা পাসওয়ার্ডসহ মোবাইল বার্তাটি হারিয়ে ফেলেন, তবে “লগইন করুন” বাটনের উপরের “পাসওয়ার্ড ভুলে গেছেন?” লিংকে ক্লিক করুন৷ নিচের অপশনটি আসবে;

উক্ত পাসওয়ার্ড রিসেট করুন অপসনে আপনার ইনডেক্স নম্বর ও মোবাইল নাম্বারটি লিখুন৷ অতঃপর প্রদত্ত গানিতিক ফলাফল Answer –এর ঘরে লিখুন এবং তার নীচের পাসওয়ার্ড রিসেট করুন বাটনে ক্লিক করুন৷ আপনার উল্লেখিত মোবাইল নম্বরে নতুন পাসওয়ার্ড পেয়ে যাবেন SMS এর মাধ্যমে৷ এরপর থেকে এই নতুন পাসওয়ার্ডটিই কার্যকর থাকবে৷

আবেদন ফরম পূরণ করণ

লগইন হবার পর আপনি নিচের পেইজে প্রবেশ করবেন৷ লাল বর্ডারের ভিতর ট্যাবগুলোতে ক্লিক করে করে আপনি সংশ্লিষ্ট তথ্যসমূহ পূরণ করতে পারবেন৷ প্রতি ক্ষেত্রেই * চিহ্নিত তথ্যসমূহ আপনাকে বাধ্যতামূলকভাবে প্রদান করতে হবে৷ অন্যথায় আপনার আবেদন গৃহীত হবেনা।

আবেদনকারীর তথ্য

আবেদনকারীর তথ্য ট্যাবের অধীনে আপনার/আবেদনকারীর ব্যাক্তিগত তথ্যসমূহ প্রদান করুন৷ প্রথমে আবেদনের ধরন বক্সে ক্লিক করে আপনার জন্য প্রযোজ্য ধরন বাছাই করুন৷

একইভাবে লিঙ্গ ও ধর্ম সিলেক্ট করুন৷ আবেদনকারীর নাম, জাতীয় পরিচয়পত্র নাম্বার ও ই-মেইল নির্দিষ্ট ঘরে ইংরেজী অক্ষর/অংকে টাইপ করে পূরণ করুন৷

অতঃপর আবেদনকারীর ছবি যুক্ত করুন এর নীচে Choose File-এ ক্লিক করে আপনার কম্পিউটারে সংরক্ষিত পাসপোর্ট সাইজের একটি ছবি সিলেক্ট করুন৷ ছবিটি নীচের এর স্থলে দেখা যাবে৷ অতঃপর নীচের “সাবমিট” বাটনে ক্লিক করুন৷

বেসরকারি শিক্ষক কল্যাণ ট্রাস্ট অনলাইন আবেদনকারীর মৌলিক তথ্য

মৌলিক তথ্য

মৌলিক তথ্য ট্যাবের অধীনে ঘরগুলো পূরণ করুন৷ নির্দিষ্ট স্থানে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী তথ্য পূরণ করুন৷ সকল তথ্য ইংরেজী অক্ষর/অংকে টাইপ করে পূরণ করুন৷ শুধুমাত্র “শিক্ষক / কর্মচারীর নাম (বাংলা)”র স্থানে বাংলা বর্ণে টাইপ করতে হবে৷ (বাংলা টাইপের জন্য যেকোন ফোনেটিক বাংলা টাইপ টুল ব্যবহার করতে পারেন)।

স্থায়ী ঠিকানার জন্য পর্যায়ক্রমে বিভাগ (Division), জেলা (District) ও থানা (Thana) নির্বাচন করুন, এবং পাশের ঘরে (Text-এর স্থলে) পূর্ণ ঠিকানা টাইপ করুন৷ ছবি সংযুক্ত করতে উপরের ৭নং-এ উল্লেখিত পদ্ধতি অবলম্বন করুন৷

তারিখ সমূহ নির্বাচন করতে সংযুক্ত ক্যালেন্ডার থেকে সাল, মাস ও তারিখ সিলেক্ট করুন (রেজিস্ট্রেশন-আবেদন ফরম পূরণ-এর অধীনে প্রদর্শিত)। সকল তথ্য পূরণ করা হলে নীচের “সাবমিট” বাটনে ক্লিক করুন৷

বেসরকারি শিক্ষক কল্যাণ ট্রাস্ট অনলাইন আবেদনে শিক্ষক/কর্মচারীর মৌলিক তথ্য

সেবা তথ্য

সেবা তথ্য ট্যাবের অধীনের ঘরগুলোতে আপনার সর্বশেষ উত্তোলিত মূল বেতন, অবসর গ্রহণ বা ইস্তফাকালে বেতনক্রম ও মূল বেতন, মোট কার্যকর চাকুরীকাল এবং চাকুরী বিরতিকাল উল্লেখ করুন৷

ঘরগুলো যে ফরম্যাটে পূরণ করতে হবে তার উদাহরন ভেতরে দেয়া আছে৷ উল্লেখিত ফরম্যাটেই আপনাকে পূরণ করতে হবে৷ যেমন – টাকার ক্ষেত্রে ইংরেজি অংকে (123456789) এবং দিনকালের ক্ষেত্রে 1 Year 2 Months 3 Days এভাবে টাইপ করতে হবে৷

পূরণ হয়ে গেলে “সাবমিট” বাটনে ক্লিক করবেন৷ “সাবমিট” বাটনে ক্লিক করলে আপনাকে পরবর্তী ট্যাবে নিয়ে যাওয়া হবে৷ তবে আপনি চাইলে পূনরায় আগের ট্যাবে ক্লিক করে ফেরত যেতে পারবেন এবং প্রদত্ত তথ্য এডিট/সংশোধন করতে পারবেন৷

নতুন যুক্ত করুনঃ আপনি চাইলে এখানে নতুন শিক্ষা প্রতিষ্ঠান যুক্ত করতে পারেন৷ এজন্য + নতুন যুক্ত করুন এ ক্লিক করুন এবং আবির্ভূত ফরম পূরণ (রেজিস্ট্রেশনের সময় যেভাবে করেছিলেন, সেই উপায়ে) করে নীচের “নতুন যুক্ত করুন” বাটনে ক্লিক করুন৷ যুক্ত করা কোন প্রতিষ্ঠানের নাম মুছে ফেলতে চাইলে তার পাশের বাটনে ক্লিক করুন৷

বেসরকারি শিক্ষক কল্যাণ ট্রাস্ট সেবা সংক্রান্ত তথ্য

ব্যাংক বিবরণ

ব্যাংক বিবরণ ট্যাবের অধীনের ঘরগুলোতে আপনার হিসাবের নাম এবং হিসাব নাম্বার ইংরেজী অংকে পূরন করুন৷ হিসাবের ধরন, জেলা, ব্যাংক ও শাখা পূরনের জন্য সংশ্লিষ্ট ঘরগুলোতে ক্লিক করুন এবং আবির্ভূত লিস্ট থেকে আপনার কাঙ্খিত নাম সিলেক্ট করুন৷ শাখা সিলেক্ট করার পর রাউটিং নাম্বার স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে৷ অতঃপর “সাবমিট/Submit” বাটনে ক্লিক করুন৷

বেসরকারি শিক্ষক কল্যাণ ট্রাস্ট ভাতার গ্রহণের একাউন্ট

ডাউনলোড পিডিএফ

ব্যাংক বিবরণ সাবমিট করার পর ডাউনলোড পিডিএফ ট্যাব আসবে৷ এখানে আবেদনপত্রের সাথে যে সব কাগজপত্র সংযুক্ত করতে হবে তার লিস্ট দেখতে পাবেন৷

লিস্টে উল্লেখিত সকল ডকুমেন্ট/কাগজপত্রাদি আপনাকে নিজ উদ্যোগে সংগ্রহ করতে হবে এবং নির্দেশিত উপায়ে যথাযথভাবে জমা দিতে হবে৷ অতঃপর আবেদনপত্রের নমূনা সংগ্রহের জন্য নীচের Download PDF বাটনে ক্লিক করুন৷

Download PDF বাটনে ক্লিক করলে আপনার পূরণকৃত তথ্যসমূহের ভিত্তিতে একটি পিডিএফ ডকুমেন্ট ওপেন হবে৷ এটাই আপনার আবেদনপত্রের পূর্ণরূপ৷ এই ফর্ম/আবেদনপত্র টি আপনার কম্পিউটারে সেইভ করুন (সংরক্ষন করার জন্য) এবং এর একটি প্রিন্ট আউট নিন৷

প্রিন্টকৃত এই আবেদনপত্রটিতে আপনার/আবেদনকারীর সাক্ষর দিয়ে যেভাবে নির্দেশনা দেয়া হয়েছে সেভাবে নির্দিষ্ট স্থানে জমা দিতে হবে৷

আপলোড ডকুমেন্টস

বেসরকারি শিক্ষক কল্যাণ ট্রাস্ট অনলাইন আবেদনের Download PDF ক্লিক করে আবেদন পত্র সংগ্রহ করার পর তার পাশের Next বাটনে ক্লিক করুন৷ আপনাকে আপলোড ডকুমেন্টস ট্যাবে নিয়ে যাওয়া হবে৷ এখানে উল্লেখিত কাগজপত্রাদি স্ক্যান করে আপনার কম্পিউটারে PDF ফাইল হিসেবে সেইভ করুন৷ অতঃপর নির্দিষ্ট ফাইল আপলোড করতে তার নীচের “Choose File” বাটনে এ ক্লিক করে কম্পিউটার থেকে উক্ত ফাইল সিলেক্ট করে Open ক্লিক করুন। ফাইল আপলোড / সংযুক্তি সম্পন্ন হলে No File chosen এর স্থলে উক্ত ফাইলের নাম দেখবেন৷

প্রথমে একাধিক প্রতিষ্ঠানের জন্য নতুন যুক্ত করুন-এর অধীনের ফাইলগুলি সংযুক্ত করুন এবং প্রতিষ্ঠানের নাম সিলেক্ট করুন৷ সকল ফাইল সংযুক্তি সম্পন্ন হলে “একাধিক প্রতিষ্ঠানের জন্য নতুন যুক্ত করুন” বাটনে ক্লিক করুন। আপনার সকল ফাইল সঠিকভাবে সংযুক্তি সম্পন্ন হলে স্ক্রিনে “File for the institute successfully” লিখা আসবে।

অতঃপর সাধারণ ডকুমেন্টস-এর অধীনের ফাইলগুলি সংযুক্ত করুন এবং সকল ফাইল সংযুক্তি সম্পন্ন হলে “Submit” বাটনে ক্লিক করুন৷ সঠিকভাবে সংযুক্তি সমপন্ন হলে আপনাকে আবেদনপত্র জমা দিন ট্যাবে নিয়ে যাওয়া হবে৷

বেসরকারি শিক্ষক কল্যাণ ট্রাস্ট আবেদনপত্র জমা দিন

আপনি যদি উপরিউক্ত সকল ধাপসমূহ সঠিকভাবে সম্পন্ন করে থাকেন, এবং সকল তথ্য ও সংযুক্ত কাগজপত্রাদি সঠিক বলে নিশ্চিত হন, তবে নীচের “আবেদনপত্র জমা দিন” বাটনে ক্লিক করুন৷

আপনার আবেদনপত্র জমা দেয়া সম্পন্ন জমা হবে এবং নিশ্চিতকরন স্বরূপ নীচের মতো একটি প্রিভিউ দেখতে পাবেন৷ আবারো জমা দেয়া নিশ্চিত করতে “জমা দিন” বাটনে ক্লিক করুন৷

বিঃদ্রঃ “আবেদনপত্র জমা দিন”-এ ক্লিক করার আগে যদি আপনি চান তবে পূর্ববর্তী ট্যাবসমূহে ফেরত যেতে পারবেন এবং আপনার প্রদত্ত তথ্য সংশোধন করতে পারবেন৷ একবার “আবেদনপত্র জমা দিন”-এ ক্লিক করে “জমা দিন” নিশ্চিত করার পর আর কোন সংশোধন বা পরিমার্জন সম্ভব হবে না।

আবেদনপত্র জমা সম্পন্ন

উপরোল্লিখিত “জমা দিন” বাটনে ক্লিক করার পর বেসরকারি শিক্ষক কল্যাণ ট্রাস্ট অনলাইন আবেদন সঠিকভাবে জমা হয়ে যাবার পর নীচের মেসেজটি (সবুজ দাগ চিহ্নিত) সহ পেইজটি দেখতে পাবেন৷ এই পেইজে পাঁচটি ট্যাব আছে (হলুদ দাগ চিহ্নিত), যেগুলোতে ক্লিক করে আপনি আপনার/আবেদনকারীর জমাকৃত তথ্য ও সংযুক্ত কাগজপত্রাদি দেখতে পাবেন (তবে এডিট/পরিবর্তন করতে পারবেন না)।

আপনার বেসরকারি শিক্ষক কল্যাণ ট্রাস্ট অনলাইন আবেদন জমা দেয়ার রশীদ পেতে উপরের “ডাউনলোড রিসিপ্ট” বাটনে ক্লিক করুন৷ রিসিপ্টটি নীম্নের মতো PDF ফাইল আকারে আসবে, যা আপনি সংশ্লিষ্ট বাটনে ক্লিক করে ডাউনলোড / প্রিন্ট করতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button