সরকারি ছুটির তালিকা ২০২৪
জনপ্রশাসন মন্ত্রণালয় ২০২৪ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাজস্ব খাতভুক্ত প্রতিষ্ঠানসমূহ, আধা-সরকারি অফিস, স্বায়ত্তশাসিত ও আধা সাহিত্য শাসিত সংস্থায় কর্মরত কর্মকর্তা কর্মচারীর জন্য সরকারের সিদ্ধান্তের আলোকে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে (Public Holiday 2024 Bangladesh) এটি জারি করেন।
সাধারণ ছুটি, নির্বাহী আদেশে সরকারি ছুটি, ঐচ্ছিক ছুটি (মুসলিম, হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ পর্ব) মিলিয়ে মোট ছয়টি ক্যাটাগরির সরকারি ছুটি ২০২৪ (Government Holiday) ঘোষণা করা হয়েছে। সকল ধর্মের মানুষই তাদের ধর্মীয় দিবস গুলো পালন করার জন্য ছুটি পেয়েছে।
Contents
- সরকারি ছুটির তালিকা
- ২০২৪ সালের সরকারি ছুটির তালিকা
- সরকারি ছুটির তালিকা ২০২৪
- নির্বাহী আদেশে সরকারি ছুটি ২০২৪
- সরকারি ঐচ্ছিক ছুটি (মুসলিম পর্ব) ২০২৪
- সরকারি ছুটি ২০২৪ (হিন্দু ধর্ম ঐচ্ছিক পর্ব)
- খ্রিস্টানদের ঐচ্ছিক সরকারি ছুটি ২০২৪
- বৌদ্ধ ধর্মের ঐচ্ছিক ছুটি ২০২৪
- পার্বত্য চট্টগ্রাম এলাকা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অন্তর্ভুক্ত কর্মচারীদের ঐচ্ছিক ছুটি
- ২০২৪ সালের সরকারি ছুটির তালিকা সংক্রান্ত নির্দেশনা
- সরকারি ছুটির তালিকা ২০২৪ পিডিএফ ডাউনলোড
- ২০২৪ সালের ছুটির সংক্রান্ত সকল তথ্য
- ঈদের ছুটি ২০২৪
- পূজার ছুটি ২০২৪
সরকারি ছুটির তালিকা
সাধারণত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্ধারিত জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক ঘোষিত ছুটির তালিকা কে সরকারি ছুটির তালিকা বলা হয়। প্রতিবছর যথাযথ নিয়ম অনুসরণ করে ছুটির তালিকা প্রস্তাব করা হলে রাষ্ট্রপতির অনুমতিক্রমে তা প্রজ্ঞাপন আকারে জারি করা হয়।
এ বছরও তার ব্যতিক্রম ঘটে নি। সরকারি অফিস-আদালতে কর্মরত কর্মচারীদের কথা বিবেচনা করে ২০২৪ সালের Holiday Bangladesh সরকারি ছুটির তালিকায় গুরুপ্ত পূর্ণ দিবস সমূহ এবং ধর্মীয় দিবস সমূহ অন্তর্ভুক্ত করে ছুটির তালিকা দেয়া হয়েছে।
২০২৪ সালের সরকারি ছুটির তালিকা
২৬ অক্টোবর ২০২৩, মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব সনিয়া হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে ২০২৪ সালের সরকারি ছুটির তালিকা Holiday Calendar 2024 প্রকাশ করা হয়েছে। বাংলা ডকস ডট কম এর পাঠকদের জন্য তা বিস্তারিত দেয়া হলো।
২০২৪ সালে সাধারণ ছুটি ধরা হয়েছে ১৪ দিন, নির্বাহী আদেশে সরকারি ছুটি ধরা হয়েছে আট দিন, মুসলিমদের ঐচ্ছিক ছুটি ধরা হয়েছে পাঁচ দিন, হিন্দুদের ঐচ্ছিক ছুটি নয় দিন, খ্রিস্টানদের জন্য ৮ দিন এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য ঐচ্ছিক ছুটি পাঁচদিন নির্ধারণ করা হয়েছে।
এছাড়াও পার্বত্য চট্টগ্রাম এলাকা এবং এর বাইরে ক্ষুদ্র নিয়ে গুষ্টিদের অন্তর্ভুক্ত কর্মচারীদের জন্য ২ দিন ঐচ্ছিক ছুটি রয়েছে।
আরও দেখুনঃ নতুন শিক্ষাক্রম নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য মাউশি’র জরুরি বার্তা
সরকারি ছুটির তালিকা ২০২৪
নিজের ছকে আপনাদের জন্য ২০২৪ সালের সরকারি ছুটির ক্যালেন্ডার যাতে আপনি খুব সহজে দিবসভিত্তিক কোন দিন কি কারনে ছুটি রয়েছে তা জানতে পারবেন। অনেকেই আজকে কিসের সরকারি ছুটি তা জানতে চান। তাদের জন্যই সুন্দরভাবে দিবসের নাম সহ কত দিনের ছুটি রয়েছে তা জানিয়ে দেয়া হয়েছে।
২০২৪ সালে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য সাধারণ ছুটি রয়েছে সর্বমোট ১৪ দিন। এর মধ্যে একটি সাপ্তাহিক ছুটির দিন। ঈদ উল ফিতর, বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা, পবিত্র ঈদ উল আজহা, ঈদ ই মিলাদুন্নবী (সা:) এই দিবস গুলির ছুটি চাঁদ দেখার উপর নির্ভরশীল আর বাকিগুলো নির্ধারিত।
ক্রমিক নং | পর্বের নাম | সপ্তাহের দিনের নাম ও তারিখ | বঙ্গাব্দের তারিখ | ছুটির পরিমাণ |
---|---|---|---|---|
০১ | শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস | বুধবার, ২১ ফেব্রুয়ারি ২০২৪ | ০৮ ফাল্গুন ১৪৩০ | ০১ দিন |
০২ | জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস | রবিবার, ১৭ মার্চ ২০২৪ | ০৩ চৈত্র ১৪৩০ | ০১ দিন |
০৩ | স্বাধীনতা ও জাতীয় দিবস | মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪ | ১২ চৈত্র ১৪৩০ | ০১ দিন |
০৪ | জুমাতুল বিদা | শুক্রবার, ০৫ এপ্রিল ২০২৪ | ২২ চৈত্র ১৪৩০ | ০১ দিন |
০৫ | * পবিত্র ঈদ-উল-ফিতর | বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪ | ২৮ চৈত্র ১৪৩০ | ০১ দিন |
০৬ | মে দিবস | বুধবার, ০১ মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ০১ দিন |
০৭ | * বুদ্ধ পূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা) | বুধবার, ২২ মে ২০২৪ | ৮ জ্যৈষ্ঠ ১৪৩১ | ০১ দিন |
০৮ | * পবিত্র ঈদ-উল-আযহা | সোমবার, ১৭ জুন ২০২৪ | ০৩ আষাঢ় ১৪৩১ | ০১ দিন |
০৯ | জাতীয় শোক দিবস | বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০২৪ | ৩১ শ্রাবণ ১৪৩১ | ০১ দিন |
১০ | জন্মাষ্টমী | সোমবার, ২৬ আগস্ট ২০২৪ | ১১ ভাদ্র ১৪৩১ | ০১ দিন |
১১ | * ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) | সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪ | ০১ আশ্বিন ১৪৩১ | ০১ দিন |
১২ | দুর্গাপূজা ( বিজয়া দশমী) | রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ | ২৮ আশ্বিন ১৪৩১ | ০১ দিন |
১৩ | বিজয় দিবস | সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪ | ০১ পৌষ ১৪৩১ | ০১ দিন |
১৪ | যীশু খ্রিস্টের জন্মদিন ( বড়দিন) | বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪ | ১০ পৌষ ১৪৩১ | ০১ দিন |
আরও দেখুনঃ সরকারি মাধ্যমিক বিদ্যালয় অনলাইন ভর্তি আবেদন ফরম পূরণের নিয়মাবলী
নির্বাহী আদেশে সরকারি ছুটি ২০২৪
এবছর অর্থাৎ ২০১৪ সালে নির্বাহী আদেশে সরকারি ছুটি ধরা হয়েছে সর্বমোট আট দিন এর মধ্যে একটি সাপ্তাহিক ছুটি রয়েছে। সব ই বরাত, শবে কদর, ঈদুল ফিতর এর আগের এবং পরের দিন, বাংলা নববর্ষ, ঈদুল আযহার আগের এবং পরের দিন, এবং পবিত্র আশুরা এই ছুটির অন্তর্ভুক্ত।
নিচের ছকে আপনাদের জন্য ২০২৪ সালে সসরকারি ছুটির তালিকা নির্বাহী আদেশে যে সকল দিবস সমূহ দেওয়া হয়েছে তার তালিকা দেখে নিন।
ক্রমিক নং | পর্বের নাম | সপ্তাহের দিনের নাম ও তারিখ | বঙ্গাব্দের তারিখ | ছুটির পরিমাণ |
---|---|---|---|---|
০১ | * শব-ই-বরাত | সোমবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৪ | ১৩ ফাল্গুন ১৪৩০ | ০১ দিন |
০২ | * শব-ই-কদর | রবিবার, ০৭ এপ্রিল ২০২৪ | ২৪ চৈত্র ১৪৩০ | ০১ দিন |
০৩ | * ঈদ-উল-ফিতর (ঈদের পূর্বের ও পরের দিন) | বুধবার, ১০ এপ্রিল ২০২৪ ও শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪ | ২৭ চৈত্র ১৪৩০ ও ২৯ চৈত্র ১৪৩০ | ০২ দিন |
০৪ | নববর্ষ | রবিবার, ১৪ এপ্রিল ২০২৪ | ০১ বৈশাখ ১৪৩১ | ০১ দিন |
০৫ | * ঈদ-উল-আজহা (ঈদের পূর্বের ও পরের দিন) | রবিবার, ১৬ জুন ২০২৪ ও মঙ্গলবার, ১৮ জুন ২০২৪ | ০২ আষাঢ় ১৪৩১ ও ০৪ আষাঢ় ১৪৩১ | ০২ দিন |
০৬ | * আশুরা | বুধবার, ১৭ জুলাই ২০২৪ | ০২ শ্রাবণ ১৪৩১ | ০১ দিন |
সরকারি ঐচ্ছিক ছুটি (মুসলিম পর্ব) ২০২৪
শুধুমাত্র মুসলিম ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য ২০২৪ সালে সরকারি ছুটির তালিকা দুটি সাপ্তাহিক ছুটিসহ মোট পাঁচ দিন ঐচ্ছিক ছুটি মুসলিম পর্ব নির্ধারণ করা হয়েছে।
এর মধ্যে শবে মিরাজ, পবিত্র ঈদুল ফিতরের পরের দ্বিতীয় দিন, পবিত্র ঈদুল আযহার পরের দ্বিতীয় দিন, আখেরি চাহার সোম্বা, ফাতেহা ইয়াজদাহম অন্তর্ভুক্ত।
ক্রমিক নং | পর্বের নাম | সপ্তাহের দিনের নাম ও তারিখ | বঙ্গাব্দের তারিখ | ছুটির পরিমাণ |
---|---|---|---|---|
০১ | * শব-ই-মিরাজ | শুক্রবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৪ | ২৬ মাঘ ১৪৩০ | ০১ দিন |
০২ | * ঈদ-উল-ফিতর (ঈদের পরের দ্বিতীয় দিন) | শনিবার, ১৩ এপ্রিল ২০২৪ | ৩০ চৈত্র ১৪৩০ | ০১ দিন |
০৩ | * ঈদ-উল-আজহা (ঈদের পরের দ্বিতীয় দিন) | বুধবার, ১৯ জুন ২০২৪ | ০৫ আষাঢ় ১৪৩১ | ০২ দিন |
০৪ | * আখেরি চাহার সোম্বা | বুধবার, ০৪ সেপ্টেম্বর ২০২৪ | ২০ ভাদ্র ১৪৩১ | ০১ দিন |
০৫ | * ফাতেহা-ই-ইয়াজদাহম | মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ | ৩০ আশ্বিন ১৪৩১ | ০২ দিন |
সরকারি ছুটি ২০২৪ (হিন্দু ধর্ম ঐচ্ছিক পর্ব)
শুধুমাত্র হিন্দু ধর্মের অনুসারী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যে সকল ছুটি ঐচ্ছিক ভাবে ভোগ করবে সেগুলোকে ঐচ্ছিক ছুটি মুসলিম পর্ব এ অন্তর্ভুক্ত করা হয়েছে। শ্রী শ্রী সরস্বতী পূজা, শ্রীশ্রী শিবরাত্রি ব্রত, দোলযাত্রা, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, মহালয়া, শ্রীশ্রী দুর্গাপূজা (অষ্টমী ও নবমী), শ্রী শ্রী লক্ষ্মীপূজা, শ্রী শ্রী শ্যামা পূজা এই সরকারি ছুটির তালিকা রয়েছে।
চারটি সাপ্তাহিক ছুটির দিন সহ হিন্দু ধর্মের ঐচ্ছিক সরকারি ছুটির মোট পরিমাণ নয় দিন। নিজের ছকে দিবস এবং তারিখ সহ উল্লেখ করা হলো।
ক্রমিক নং | পর্বের নাম | সপ্তাহের দিনের নাম ও তারিখ | বঙ্গাব্দের তারিখ | ছুটির পরিমাণ |
---|---|---|---|---|
০১ | শ্রী শ্রী সরস্বতী পূজা | বুধবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৪ | ০১ ফাল্গুন ১৪৩০ | ০১ দিন |
০২ | শ্রী শ্রী শিবরাত্রি ব্রত | শুক্রবার, ০৮ মার্চ ২০২৪ | ২৪ ফাল্গুন ১৪৩০ | ০১ দিন |
০৩ | দোলযাত্রা | সোমবার, ২৫ মার্চ ২০২৪ | ১১ চৈত্র ১৪৩০ | ০১ দিন |
০৪ | শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব | শনিবার, ০৬ এপ্রিল ২০২৪ | ২৩ চৈত্র ১৪৩০ | ০১ দিন |
০৫ | মহালয়া | বুধবার, ০২ অক্টোবর ২০২৪ | ১৭ আশ্বিন ১৪৩১ | ০১ দিন |
০৬ | শ্রী শ্রী দূর্গা পূজা ( অষ্টমী ও নবমী) | শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ ও শনিবার, ১২ অক্টোবর ২০২৪ | ২৬ আশ্বিন ১৪৩১ ও ২৭ আশ্বিন ১৪৩১ | ০২ দিন |
০৭ | শ্রী শ্রী লক্ষ্মী পূজা | বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ | ৩১ আশ্বিন ১৪৩১ | ০১ দিন |
০৮ | শ্রী শ্রী শ্যামা পূজা | বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ | ১৫ কার্তিক ১৪৩১ | ০১ দিন |
খ্রিস্টানদের ঐচ্ছিক সরকারি ছুটি ২০২৪
হিন্দু ও মুসলিম কর্মকর্তা-কর্মচারীদের মতো খ্রিস্টান ধর্মের অনুসারীদের জন্য দুটি সাপ্তাহিক ছুটির দিন সহ মোট আট দিন অন্তর্ভুক্ত করে খ্রিস্টান পর্ব সাজানো হয়েছে।
ইংরেজি নববর্ষ, ভস্ম বুধবার, পূণ্য বৃহস্পতিবার, পূণ্য শুক্রবার, পূণ্য শনিবার, ইস্টার সানডে এবং যীশুখ্রীষ্টের জন্ম উৎসব ( বড়দিনের পূর্বের ও পরের দিন) এই তালিকায় অন্তর্ভুক্ত।
ক্রমিক নং | পর্বের নাম | সপ্তাহের দিনের নাম ও তারিখ | বঙ্গাব্দের তারিখ | ছুটির পরিমাণ |
---|---|---|---|---|
০১ | ইংরেজি নববর্ষ | সোমবার, ১ জানুয়ারি ২০২৪ | ১৭ পৌষ ১৪৩০ | ০১ দিন |
০২ | ভস্ম বুধবার | বুধবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৪ | ০১ ফাল্গুন ১৪৩০ | ০১ দিন |
০৩ | পূণ্য বৃহস্পতিবার | বৃহস্পতিবার, ২৮ মাস ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ০১ দিন |
০৪ | পূণ্য শুক্রবার | শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ০১ দিন |
০৫ | পূণ্য শনিবার | শনিবার, ৩০ মার্চ ২০২৪ | ১৬ চৈত্র ১৪৩০ | ০১ দিন |
০৬ | ইস্টার সানডে | রবিবার, ৩১ মার্চ ২০২৪ | ১৭ চৈত্র ১৪৩০ | ০১ দিন |
০৭ | যীশুখ্রীষ্টের জন্ম উৎসব ( বড়দিনের পূর্বের ও পরের দিন) | মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪ ও বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ | ০৯ পৌষ ১৪৩১ ও ১১ পৌষ ১৪৩১ | ০২ দিন |
বৌদ্ধ ধর্মের ঐচ্ছিক ছুটি ২০২৪
মাঘী পূর্ণিমা, চৈত্র সংক্রান্তি, আষাঢ়ী পূর্ণিমা, মধু পূর্ণিমা বা ভদ্র পূর্ণিমা, পূর্ণিমা বা আশ্বিনি পূর্ণিমা এই দিবস সমূহ অন্তর্ভুক্ত করে ২০২৪ সালের (Holiday in Bangladesh 2024 )সরকারি ছুটির তালিকায় বৌদ্ধ ধর্মের সরকারি চাকরিজীবীদের জন্য তিনটি সাপ্তাহিক ছুটিসহ পাঁচ দিন ছুটি দেয়া হয়েছে।
চান্দ্র তিথির ওপর নির্ভরশীল এই সকল দিবস সমূহ চাঁদ দেখার উপর নির্ভর করে প্রদান করা হবে। নিচের তালিকায় দিন এবং তারিখটি দেখেনি।
ক্রমিক নং | পর্বের নাম | সপ্তাহের দিনের নাম ও তারিখ | বঙ্গাব্দের তারিখ | ছুটির পরিমাণ |
---|---|---|---|---|
০১ | * মাঘী পূর্ণিমা | শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৪ | ১০ ফাল্গুন ১৪৩০ | ০১ দিন |
০২ | চৈত্র সংক্রান্তি | শনিবার, ১৩ এপ্রিল ২০২৪ | ৩০ চৈত্র ১৪৩০ | ০১ দিন |
০৩ | * আষাঢ়ী পূর্ণিমা | শনিবার, ২০ জুলাই ২০২৪ | ০৫ শ্রাবণ ১৪৩১ | ০১ দিন |
০৪ | * মধু পূর্ণিমা ( ভাদ্র পূর্ণিমা) | সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪ | ০১ আশ্বিন ১৪৩১ | ০১ দিন |
০৫ | * প্রবারণা পূর্নিমা (আশ্বিনী পূর্ণিমা) | বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ | ৩১ আশ্বিন ১৪৩১ | ০১ দিন |
পার্বত্য চট্টগ্রাম এলাকা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অন্তর্ভুক্ত কর্মচারীদের ঐচ্ছিক ছুটি
২০২৪ সালের সরকারি ছুটির তালিকায় পার্বত্য চট্টগ্রাম এলাকা ও এর বাইরে কর্মরত ক্ষুদ্র নৃগোষ্ঠীদের অন্তর্ভুক্ত কর্মচারীদের জন্য দুই দিন ঐচ্ছিক ছুটি রাখা হয়েছে এর মধ্যে একদিন সাপ্তাহিক ছুটি।
ক্রমিক নং | পর্বের নাম | সপ্তাহের দিনের নাম ও তারিখ | বঙ্গাব্দের তারিখ | ছুটির পরিমাণ |
০১ | বৈশালী ও পার্বত্য চট্টগ্রামের অন্যান্য ক্ষুদ্র নিয়ে গোষ্ঠীর অনুরূপ সামাজিক উৎসব | শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪ ও সোমবার ১৫ এপ্রিল ২০২৪ | ২৯ চৈত্র ১৪৩০ ও ০২ বৈশাখ ১৪৩১ | ০২ দিন |
২০২৪ সালের সরকারি ছুটির তালিকা সংক্রান্ত নির্দেশনা
একজন কর্মচারীকে তার নিজ ধর্ম অনুযায়ী বছরে অনধিক মোট ০৩(তিন) দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি প্রদান করা যেতে পারে এবং প্রত্যেক কর্মচারীকে বছরের শুরুতে নিজ ধর্ম অনুযায়ী নির্ধারিত ০৩(তিন) দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার জন্য উপযুক্ত কর্তৃপক্ষের পূর্বানুমোদন গ্রহণ করতে হবে।
সাধারণ ছুটি, নির্বাহী আদেশে সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটির সাথে যুক্ত করে ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি দেয়া যেতে পারে।
যে সকল অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইন-কানুন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে অথবা যে সকল অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার কর্তৃক অত্যাবশ্যক হিসেবে ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইন-কানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এ ছুটি ঘোষণা করবে।
সরকারি ছুটির তালিকা ২০২৪ পিডিএফ ডাউনলোড
ছুটি সংক্রান্ত তথ্য দিয়ে নক দর্পণে রাখার জন্য এবং অফিসে ব্যবহারের জন্য ২০২৪ সালের সরকারি ছুটির তালিকা pdf প্রয়োজন হতে পারে। তাই আপনাদের সুবিধার্থে জনপ্রশাসন মন্ত্রণালয় করতে জারিকৃত Bangladesh Holiday Calendar 2023 PDF সংক্রান্ত প্রজ্ঞাপন Public holiday হুবহু পিডিএফ দেয়া হলো।
নিজের বাটনে ক্লিক করে সরাসরি মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে তাদের প্রকাশিত অরিজিনাল ২০২৪ সালের ছুটির তালিকা বা ক্যালেন্ডার ডাউনলোড করে নিতে পারবেন এবং প্রয়োজনে সেটি প্রিন্ট করেও নেয়া যাবে।
শিক্ষা, সংস্কৃতি, অফিসিয়াল, জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ডকুমেন্ট পিডিএফ আকারে এবং ডকুমেন্টস সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য পাওয়ার জন্য বাংলা ডক্স ডট কম এর সাথেই থাকুন। আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং ফেসবুক পেইজে লাইক এবং ফলো করে সবার আগে আমাদের আপডেটগুলো পেতে পারে।
২০২৪ সালের ছুটির সংক্রান্ত সকল তথ্য
ক্রমিক নং | ছুটির শিরোনাম | বিস্তারিত |
০১ | প্রাথমিক বিদ্যালয় ছুটির তালিকা ২০২৪ | |
০২ | মাধ্যমিক বিদ্যালয় ছুটির তালিকা ২০২৪ | |
০৩ | মাদ্রাসা ছুটির তালিকা ২০২৪ | |
০৪ | ব্যাংক ছুটির তালিকা ২০২৪ | |
০৫ | কলেজ ছুটির তালিকা ২০২৪ |
ঈদের ছুটি ২০২৪
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রকাশিত Holiday list 2024 Bangladesh অনুযায়ী ২০২৪ সালে ঈদের ছুটি মোট ছয় দিন। সরকারি ঈদের ছুটি সাধারণ দুই দিন, নির্বাহী আদেশে চার দিন এবং মুসলিম ধর্মের ঐচ্ছিক ছুটি হিসেবে ঈদের সরকারি ছুটি আরো দুই দিন।
যদিও সরকারি ঈদের ছুটি চাঁদ দেখার উপর নির্ভরশীল তারপরও প্রজ্ঞাপন অনুযায়ী ২০২৪ সালে পবিত্র ঈদুল ফিতর এর ছুটি ১০ এপ্রিল ২০২৪ বুধবার থেকে ১৩ এপ্রিল ২০২৪ শনিবার পর্যন্ত। ঈদ উল আযহা’র সরকারি ছুটি শুরু হবে ১৬ জুন ২০২৪ রবিবার এবং চলবে ১৯ জুন ২০২৪ বুধবার পর্যন্ত।
পূজার ছুটি ২০২৪
এবার হিন্দু ধর্মাবলম্বী সরকারি ও আধা সরকারি এবং সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত অফিস অথবা সংস্থা সমূহে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য পূজার ছুটি আছে সর্বমোট ১১ দিন।
সাধারণ ও হিন্দু ধর্মের ঐচ্ছিক মিলিয়ে দুর্গাপূজার ছুটি শুরু হবে ১১ অক্টোবর ২০২৪ থেকে ১৩ অক্টোবর ২০২৪ পর্যন্ত মোট তিন দিন। এর মধ্যে ১১ অক্টোবর অষ্টমী, ১২ অক্টোবর নবমী এবং ১৩ অক্টোবর বিজয়া দশমী অনুষ্ঠিত হবে।
আজকে কি সরকারি ছুটি?
সরকারি ছুটির তালিকা সম্পর্কে ধারণা না থাকায় সাধারণ জনগণ সহ সবাই মোটামুটি বিরম্বনায় থাকে। এখানে দেওয়া ছুটির তথ্য দেখে জানতে পারবেন আজ কি সরকারি ছুটি নাকি অফিস খোলা।
আজকে সরকারি ছুটি কেন সেটি জানা থাকলে যেকোন কাজ প্লান করা সহজ।
আগামীকাল কি সরকারি ছুটি?
সরকারি কোনো অফিসে সার্ভিস নেয়ার আগে আগামীকাল কি সরকারি ছুটি সেটি জেনে নেওয়া খুব গুরুত্বপূর্ণ। যদি কোন ছুটি থাকে তাহলে আপনি সেখানে গিয়ে সেবাটি গ্রহণ করতে পারবেন না বরং সময়ও অর্থ দুটোই নষ্ট হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত সরকারি ছুটির তালিকা ২০২৪ উপরে দেয়া আছে। তারিখ অনুযায়ী আগামীকাল কি সরকারি ছুটি সেটি দেখে আপনার কার্যক্রমের জন্য পরিকল্পনা গ্রহণ করুন।
আজকে কিসের ছুটি?
ছুটির তালিকা হাতের কাছে না থাকলে আমরা অনেকেই দ্বিধায় পড়ে যাই আজকে ঠিক কি কারনে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। আজকে কিসের ছুটি জানার জন্য উপরের তালিকায় দেয়া বিবরণ দেখে নিতে পারেন।
ওইখানে খুব ভালোভাবে আজ সরকারি কি ছুটি তা বিশদভাবে বর্ণনা করা হয়েছে। আজকে কি সরকারি ছুটি সেটি জানা থাকলে অফিশিয়াল এবং ব্যক্তিগত কার্যক্রম পরিচালনা করতে সহজ হবে।
মাঘী পূর্ণিমা ২০২৪ কি সরকারি ছুটি
সরকার ঘোষিত ছুটির প্রজ্ঞাপণ অনুযায়ী মাঘী পূর্ণিমা বৌদ্ধ ধর্মের ঐচ্ছিক ছুটি।
ঈদের ছুটি কয়দিন?
সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য ঈদুল ফিতরের সর্বমোট ছুটি তিনদিন এবং ঈদুল আযহার সর্বমোট ছুটি তিনদিন। তবে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য তার ভিন্নতা রয়েছে।
ঈদের ছুটি কবে থেকে?
২০২৪ সালে ঈদ উল ফিতর এর সরকারি ছুটি শুরু হবে ১০ এপ্রিল ২০২৪ বুধবার থেকে এবং শেষ হবে ১৩ এপ্রিল ২০২৪ শনিবার।
ঈদ উল আযহা এর সরকারি ছুটি শুরু হবে ১৬ জুন ২০২৪ থেকে এবং ছুটি শেষ হবে ১৯ জুন বুধবার।
শবে মেরাজ কি সরকারি ছুটি?
শব-ই-মেরাজ মুসলিম ধর্মাবলম্বীদের জন্য সরকারি ঐচ্ছিক ছুটি। ২০২৪ সালে শবে মেরাজ ০৯ ফেব্রুয়ারি ২০১৪ রোজ শুক্রবার।