Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Update

EMIS এমপিও পাসওয়ার্ড এবং IMS Password রিকভারী

আজকের আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে EMIS এমপিও পাসওয়ার্ড এবং IMS পাসওয়ার্ড রিকভারী করবেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর অধিনস্ত সকল সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের বিভিন্ন কাজ অনলাইন সম্পন্ন করার সুবিদার্থে EMIS নামে একটি প্লাটফর্ম প্রস্তুত করেছে।

EMIS পোর্টালে লগইন করার জন্য দুটো পাসওয়ার্ড প্রয়োজন হয়। প্রথমটি হলো IMS সফটওয়্যার ব্যবহারের জন্য আর অন্যটি MPO মডিউল ব্যবহার করতে। অনেক সময় প্রতিষ্ঠান সমূহ অসাবধনতা বসত এই পাসওয়ার্ডগুলো হারিয়ে মারাত্মক বিড়ম্বনায় পড়ে।

EMIS এমপিও পাসওয়ার্ড এবং IMS পাসওয়ার্ড রিকভার

দুটো পদ্ধতিতে EMIS এমপিও এবং IMS পাসওয়ার্ড রিকভার করা যেতে পারে। EMIS পোর্টালের ফরগট পাসওয়ার্ড অপশন ব্যবহার করে এবং অন্যটি সরাসরি জেলা প্রোগ্রামার এর সাথে যোগাযোগ করে।

আপনাদের জন্য EMIS এমপিও পাসওয়ার্ড দুটো পদ্ধতিই সবিস্তারে আলোচনা করা হলো। মনোযোগ দিয়ে পদ্ধতিগুলো অনুসরণ করুন কারন নতুন এমপিও আবেদন অথবা আইএমএস ডাটা এন্ট্রিসহ প্রায় সকল কাজেই আপনার এই পাসওয়ার্ড দুটো প্রয়োজন হবে।

EMIS Reset your Password অপশন ব্যবহার

EMIS এমপিও পাসওয়ার্ড এবং IMS Password রিকভারী

এই অপশন ব্যবহার করে EMIS এমপিও পাসওয়ার্ড এবং IMS পাসওয়ার্ড রিকভারী করার জন্য প্রথমেই http://emis.gov.bd/SSO/Account/Login?ReturnUrl=%2fSSO লিংকে প্রবেশ করুন এবং সেখান থেকে Forgot পাসওয়ার্ড লেখার উপর ক্লিক করুন।

এটি করতে সরাসরি http://emis.gov.bd/SSO/Account/ForgotPassword লিংকে প্রবেশ করলেও হবে। ছবির মত EMIS Password Reset করার অপশন আসবে।

এখানে লগইন আইডি এর ঘরে প্রতিষ্ঠানের EIIN নম্বর এবং ইমেইল এড্রেস এর স্থলে IMS এ দেওয়া ইমেইল এড্রেস প্রদান করে রিসেট পাসওয়ার্ড বাটনে ক্লিক করতে হবে।

EMIS এমপিও পাসওয়ার্ড রিসেট ফরম

প্রদত্ত তথ্যগুলো সঠিক হলে প্রতিষ্ঠানের ইমেইল এড্রেসে একটি EMIS Password Reset লিংক যাবে। ইমেইল ইনবক্স চালু করে আগত লিংকে ক্লিক করলে আপনার কাছে নতুন পাসওয়ার্ড চাইবে। তা ইনপুট করে Change পাসওয়ার্ড এ ক্লিক করলে আপনার প্রতিষ্ঠানের EMIS এমপিও এবং IMS পাসওয়ার্ড রিকভারী হয়ে যাবে।

জেলা EMIS প্রোগ্রামার এর মাধ্যমে EMIS এমপিও এবং IMS পাসওয়ার্ড রিকভারী

উপরোক্ত পদ্ধতে কাজ না হলে, আপনাকে আপনার জেলা শিক্ষা অফিসে গিয়ে অথবা প্রোগ্রামার এর সাথে কথা বলে সমাধান করতে হবে।

এক্ষেত্রে প্রতিষ্ঠানের প্যাডে পাসওয়ার্ড হারিয়ে ফেলার কারন উল্লেখ করে একটি আবেদন দিতে হবে। নিচে আপনার জন্য একটি নমুনা আবেদন দেওয়া হল।

বরাবর
আঞ্চলিক পরিচালক
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
কুমিল্লা অষ্ণল

বিষয়: EMIS পোর্টালের এমপিও এবং IMS পাসওয়ার্ড রিকভার করণ প্রসঙ্গে।

জনাব
উপরোক্ত বিষয়ের আলোকে আপনার সদয় অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে জানানো যাচ্ছে যে, অসাবধানতা বসত অত্র বিদ্যালয়ের EMIS এর পাসওয়ার্ড সমূহ হারিয়ে ফেলেছি। তাই মডিউলগুলো ব্যবহার করার জন্য নতুন পাসওয়ার্ড প্রয়োজন।

অতএব মহোদয় উপরোক্ত বিষয়টি সুবিবেচনায় অত্র প্রতিষ্ঠানের EMIS সংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য নতুন পাসওয়ার্ড সেট করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আপনার সদয় মর্জি ও কৃপা কামনা করছি।

আপনার বিশ্বস্ত
প্রধান শিক্ষক
সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান

আশা করা যায় উপরোক্ত পদ্ধতিগুলো অনুসরণ করে আপনি খুব সহজেই EMIS এমপিও এবং IMS পাসওয়ার্ড রিকভারী করে নিতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button