Noipunno মোবাইল অ্যাপ দিয়ে শিক্ষার্থীদের মূল্যায়ন করবেন যেভাবে
প্রিয় শিক্ষকরা, Noipunno মোবাইল অ্যাপ এর মাধ্যমে এখন থেকে খুব সহজে শিক্ষার্থীদের মূল্যায়ন করা যাবে। এটা সময় উপযোগী উদ্যোগ বাংলাদেশ সরকারের। এই অ্যাপ ব্যবহার করে যেকোন সময় যেকোন যায়গা থেকে ছাত্র-ছাত্রীদের শিখনকালীন, ষাণ্মাসিক ও সামষ্টিক পরীক্ষায় শিক্ষার্থীদের পারদর্শিতা এবং আচরণিক বিষয়সমূহে দক্ষতার রেকর্ড রাখা যাবে।
নৈপুণ্য মোবাইল অ্যাপ বর্তমানে গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। আপনার এন্ড্রয়েড ফোনে শিখনকালীন, ষাণ্মাসিক এবং বাৎসরিক সামষ্টিক মূল্যায়নের তথ্য জমা রাখার জন্য সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে হবে।
Contents
Noipunno মোবাইল অ্যাপ
বাংলাদেশে নতুনভাবে চালু হয়েছে প্রয়োগিক শিক্ষাক্রম। ২০২৩ সাল থেকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হয়েছে। নতুন শিক্ষাক্রম নিয়ে ভুল তথ্য ছড়িয়ে পড়লেও এর সঠিক ব্যাখ্যা জানিয়েছে সরকার।
শত বাঁধা অতিক্রম করে এগিয়ে চলছে নতুন শিক্ষাক্রমের কার্যক্রম। ইতমধ্যেই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড সম্মিলিতভাবে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন এবং বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন শিক্ষকদের সহায়তায় সম্পন্ন করেছেন।
শিক্ষকদের জন্য কর্তৃপক্ষের প্রকাশিত ষষ্ঠ ও সপ্তম শ্রেণি বার্ষিক মূল্যায়ন ২০২৩ এর নির্দেশিকা প্রকাশ করা হয় এবং সেগুলো অনুসরণ করে শিক্ষাপ্রতিষ্ঠান সমূহ যথাযথভাবে অর্ধ-বার্ষিক ও বার্ষিক পরীক্ষা পরিচালনা করেন।
পূর্বে শিক্ষকরা উত্তরপত্র মূল্যায়ন করে মার্কশীট প্রণয়ন করতো এবং সম্মিলিত ফলাফল প্রস্তুত করে মেরিট লিস্ট, প্রগ্রেস রিপোর্ট প্রদান করা হতো। এইবারে এইসব কার্যক্রম করা হবে Noipunno মোবাইল অ্যাপ এর মাধ্যমে।
বাংলা ডকস্ ডট কম এর পাঠকদের জন্য আজকে Noipunno মোবাইল অ্যাপ এর মাধ্যমে কিভাবে শিখনকালীন, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন এবং বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন কিভাবে তথ্য সংরক্ষণ করবেন সেটি বিস্তারিত জানাবো।
নৈপুণ্য মোবাইল অ্যাপ ডাউনলোড
ইতমধ্যে অ্যাপ ডেভেলাপার কোম্পনাী শিক্ষা প্রতিষ্ঠানের ইউজার প্যানেল থেকে এন্ট্রিকৃত শিক্ষকদের মোবাইলে Noipunno Username বা বিষয়ভিত্তিক শিক্ষক আইডি ও পাসওয়ার্ড এবং Noipunno Apps ডাউনলোড লিংক প্রেরণ করেছে।
আপনি যদি সেই মেসেজ পেয়ে থাকেন তাহলে সেটিতে ক্লিক করে অথবা এখানে প্রবেশ করে সরাসরি শিক্ষকদের জন্য তৈরিকৃত Evaluation Noipunno gov BD সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন।
মনে রাখবেন, সঠিক অ্যাপটি আপনার ফোনে ইনস্টল করা আবশ্যক। নাহলে আপনার ফোনের গুরুত্বপূর্ণ তথ্য হ্যাক হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই খুব সতর্কতার সাথে আসল অ্যাপটি ডাউনলোড করুন।
কাজ-১: সঠিক নৈপুণ্য মোবাইল অ্যাপ খোঁজা এবং ইন্সটল করণ
আপনার মোবাইলের এসএমএস-এ প্রাপ্ত Noipunno Teacher App ডাউনলোড লিংকে প্রবেশ করুন অথবা গুগল প্লেস্টোরে গিয়ে ‘Noipunno’ লিখে সার্চ করুন। সার্চ রেজাল্টে অনেকগুলো সফটওয়্যার দেখতে পাবেন সেখান থেকে উপরের দেওয়া ছবির সাথে মিল রেখে আসল অ্যাপ আপনার ফোনে ইনস্টল করে নিন।
নিচের যেকোন একটি কিওয়ার্ড বা কোয়েরি দিয়ে সার্চ করলেও অ্যাপটি পাওয়া যেতে পারে-
নৈপুণ্য অ্যাপস | নৈপুণ্য অ্যাপ ডাউনলোড | নৈপুণ্য অ্যাপ শিক্ষক |
নৈপুণ্য অ্যাপ মূল্যায়ন | noipunno | noipunno apps |
noipunno teacher | noipunno teacher app download | noipunno teacher web |
noipunno app download | নৈপুণ্য apps | নৈপুন্য অ্যাপ |
খেয়াল রাখবেন কিছু অসাধু ডেভেলাপার এই অ্যাপটি জনপ্রিয়তা দেখে ওয়েবভার্সনের Web to Apps দিয়ে প্লে স্টোরে সাবমিট করেছে। ভুলেও এই অ্যাপ নিয়ে বিপদে পড়বেন না। Noipunno Mobile App ডাউনলোড করার পূর্বে নিচের তথ্যগুলো সঠিকভাবে যাচাই করে নিবেন।
অ্যাপের নাম: | Noipunno |
প্রস্তুত কারকের নাম: | noipunno |
প্রথম রিলিজ: | Nov 5, 2023 |
ডাউনলোড সাইজ: | 20 MB |
এন্ড্রয়েড ভার্সন: | 4.4 and up |
এছাড়াও Noipunno মোবাইল অ্যাপ আইকন এবং কভার ফটো দেখেও সঠিক অ্যাপটি খুঁজে নেওয়া আপনার জন্য সহজ হবে। তাই এখানে একটি ছবি আপনার সুবিদার্থে দেওয়া হল।
নৈপুণ্য মোবাইল অ্যাপে শিক্ষক লগইন
সঠিক অ্যাপটি ডাউনলোড শেষ হলে এবার আপনার নির্ধারিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে হবে। প্রথমে অ্যাপ ড্রয়ার থেকে অ্যাপ্লিকেশনটি খুঁজের বের করুন এবং চালু করুন। নিচের ধাপগুলো অনুসরণ করে পরবর্তী কার্যক্রম করুন।
কাজ-১: আপনার মোবাইলে ইনস্টলকৃত নৈপুণ্য এপটি খুঁজে বের করুন এবং ট্যাপ করে চালু করুন।
কাজ-২: এবার আপনার মোবাইলে প্রাপ্ত ইউজার আইডি পাসওয়ার্ড বা পিন কোড ইনপুট দিয়ে লগ ইন করুন বাটনে ট্যাপ করুন। পিন কোড ভুলে গেলে ‘নৈপুণ্য ইউজার আইডি ও পাসওয়ার্ড রিকভার করার পদ্ধতি’ দেখে নতুন পিন কোড পেতে পারেন।
কাজ-৩: আপনার পিন কোড ও আইডি সঠিক থাকলে আপনার জন্য এসাইনকৃত বিষয়সমূহ এবং শিক্ষার্থীদের নাম সম্বলিত ড্যাশবোর্ড চালু হবে। সেগুলো কয়েকবার যাচাই করে কাজ শুরু করবেন।
নৈপুণ্য অ্যাপে শিক্ষার্থীদের মূল্যায়ন
সঠিকভাবে নৈপুণ্য মোবাইল এপ্লিকেশন ডাউনলোড এবং লগইন সম্পন্ন করার পর শিক্ষকদের তাদের জন্য নির্ধারিত বিষয় সমূহের মূল্যায়ন কার্যক্রম করতে হবে। এপ্লিকেশন ড্যাশবোর্ডে বিদ্যালয় প্রধান শিক্ষকের প্যানেল থেকে এন্টিকৃত শিক্ষার্থীদের তালিকা এবং সংশ্লিষ্ট শিক্ষকের জন্য নির্ধারিত বিষয়ের নাম প্রদর্শিত হবে।
সেখান থেকে নির্ধারিত বিষয়ের পূর্বে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রদানকৃত ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন বিষয়ে জরুরি নির্দেশনা গুলো অনুসরণ করে মূল্যায়ন করতে হবে।
খুব শীঘ্রই আমরা এই অ্যাপটির পরবর্তী কার্যক্রম গুলো নিয়ে টিউটোরিয়াল আর্টিকেল নিয়ে আসব। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং নিয়মিত আমাদের আর্টিকেলগুলো ফলো করুন।
One Comment